দিনহাটায় ভরদুপুরে গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলরের স্বামী

 তৃণমূল কাউন্সিলরের স্বামী গুলিবিদ্ধ হলেন দিনহাটা শহরে। দিনহাটা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ঘটনা। শনিবার বেলা ১টা নাগাদ তাপস দাস নামে ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ তাপসকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুটিতে যাওয়ার সময় তাপসকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়, এমনটাই প্রত্যক্ষদর্শীরা। অভিযোগের আঙুল বিজেপির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বি্জেপি। 

error: Content is protected !!