রানীগঞ্জে বানচাল ডাকাতির প্ল্যান, ধৃত ৩

আসানসোলের রানীগঞ্জের রামবাগানের একটা বাড়িতে লুটের উদ্দেশ্যে হানা দেয় একদল ডাকাত। ওই বাড়িরই এক সদস্য বুদ্ধি করে প্রতিবেশীকে খবরটা দিয়ে দেয়। প্রতিবেশী পুলিশকে ফোন করে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশবাহিনী এসে ওই এলাকা ঘিরে নেয়। রীতিমতো গুলি চালাতে চালাতে ডাকাত এলাকা ছেড়ে পালাতে থাকে। ওই গুলিতেই দু’জন আহত হন। বর্তমানে যারা হাসপাতালে চিকিৎসাধীন। কয়েক ঘণ্টার চেষ্টায় পুলিশ ৩ ডাকাতকে ধরতে সক্ষম হয় । আরও কয়েকজন বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে রয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

error: Content is protected !!