আমতায় মৃত ছাত্রনেতা আনিসের বাড়ির সামনে বসল পুলিসি পাহারা

ছাত্রনেতা আনিস খান খুনের ঘটনার তিনদিন পর আমতার সারদা দক্ষিণ খান পাড়ায় তাঁর বাড়ির সামনে বসল পুলিসি পাহারা। যদিও মৃতের বাবা সালেম খানের দাবি, এর আগে পুলিস নিরাপত্তা না দেওয়ায় ছেলেকে খুন হতে হয়েছে। সুতরাং এখন আর নিরাপত্তার দরকার নেই। পাড়ার লোকেরাই আমাদের নিরাপত্তা দেবে। এদিন তিনি জানান, রবিবার রাতে এক ব্যক্তি বাড়িতে এসে চাকরির প্রস্তাব দেয়। যদিও আমরা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। আমাদের একটাই দাবি আনিসের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হোক। পাশাপাশি সালেম খান বলেন, রবিবার রাতে ওই ব্যক্তি পুলিসের এক কর্তাকে ফোন করেন। তারপরই বাড়ির সামনে পুলিসি পাহারা বসেছে। অন্যদিকে, খুনের তদন্তে আজ সোমবার সকালে মৃত ছাত্র নেতার বাড়িতে এসেছেন হাওড়া গ্রামীণ জেলা পুলিসের ডিএসপি সুব্রত ভৌমিক।

error: Content is protected !!