
কিছু খাদান মালিক লোককে ভুল বোঝাচ্ছে, দেউচা-পাঁচামিতে জমি-বাড়ি-চাকরি একগুচ্ছ প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
এদিন মন্ত্রিসভার বৈঠকের পর তিনি নবান্নে সাংবাদিক বৈঠক করে আশ্বস্ত করেন, যাঁরা সানন্দে জমি দিতে চাইবেন সেই জমি নেওয়া হবে। জোর জবরদস্তি করে সরকার জমি অধিগ্রহণ করবে না। প্রসঙ্গত, বীরভূমের কয়লা খনি দেউচা-পাঁচামি দেশের তো বটেই এশিয়ার বৃহত্তম কয়লা খনি। সেই কয়লা খনিকে ঘিরে একাধিক পরিকল্পনা রয়েছে রাজ্যের। কিন্তু কিছু খাদান মালিকদের উস্কানিতে বিক্ষুদ্ধ হচ্ছেন মানুষ, ভুল বোঝানো হচ্ছে বীরভূমের মানুষদের। সেই বিষয়ে সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘খাদান মালিকদের প্যাকেজ থাকা সত্ত্বেও তাঁরা সরকারি কাজে বাধা দিচ্ছেন। বেআইনি কিছু খাদান রয়েছে তাঁদের, তা কিছুতেই সরকারের হাতে দিতে চান না তাঁরা। কিন্তু সরকার তা বরদাস্ত করবে না। আর দেউচা-পাঁচামি নিয়ে যারা ভুল বোঝাচ্ছেন, বিশেষত বিরোধীরা, তাঁরা শুনে রাখুন, আপনারাও দায়ী থাকবেন চাকরিক্ষেত্রে বাধা দেওয়ার জন্য।’ এই কয়লা খনি তৈরি হলে প্রচুর কর্মসংস্থান হবে বলেও জানিয়েছেন মমতা। এদিন নবান্নে তিনি বলেছেন, ‘দেউচা-পাঁচামি হলে স্থানীয় মানুষেরা প্রচুর কাজ পাবেন। ১ লক্ষ মানুষ কাজ পাবেন ওই এলাকায়। বিশেষ করে আসানসোল, বীরভূম, হুগলি ও বর্ধমানের মানুষেরা কাজ পাবেন। দীর্ঘদিন বাদে রাজ্যে এত বড় একটা কাজ হচ্ছে। লক্ষাধিক চাকরি হবে। এই প্রজেক্টটি কার্যত ৫ রাজ্যের সঙ্গে লড়াই করে আমরা ছিনিয়ে এনেছি। কোনও দখলদারি করছি না। গরিবদের বঞ্চিত করে কিছু করি না। কিছু খাদান মালিক আছে, তারা ভুল বোঝাচ্ছে। টাকা দিয়ে তারা কিছু লোককে কিনে নিচ্ছে। তাদের ব্যক্তিগত স্বার্থ আছে। জমির দামের চেয়ে দ্বিগুণ দাম দেওয়া হচ্ছে। চাকরি দেওয়া হচ্ছে।’ দেউচা-পাঁচামিতে যারা জমি দিয়েছেন তাঁদের ক্ষতিপূরণের প্যাকেজ ও আর্থিক সুবিধা আরও বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘জমির দামের চেয়ে দ্বিগুণ দাম দেওয়া হচ্ছে। যাঁরা জমি দিয়েছেন, তাঁদের প্রথমে ৬০০ স্কোয়ারফিটের উপর বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া হচ্ছিল। কিন্তু এখন ঠিক হয়েছে, ৭০০ স্কোয়ারফিট জমির উপর বাড়ি বানানোর টাকা দেব। তাঁরা নিজেরা বাড়ি তৈরি করে নেবেন। এছাড়া আর্থিক সহায়তা মূল্য ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা দেওয়া হবে। জমিদাতাদের পরিবারের একজনকে হোমগার্ড, কনস্টেবলের চাকরি দেওয়া হবে। এছাড়া যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন সকলে। খাদান মালিকদের জন্যও নির্দিষ্ট
দেওয়া হল।’