
এবার প্রতারণার অভিযোগ সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে
এবার প্রতারণা মামলায় জড়ালেন মুম্বইয়ের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর প্রাক্তন জোনাল অধিকর্তা সমীর ওয়াংখেড়ে ৷ মহারাষ্ট্র শুল্ক দফতর তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনায় তাঁকে সমন পাঠিয়েছে থানে পুলিশ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, “আগামী ২৩ ফেব্রুয়ারি প্রয়োজনীয় তথ্য নিয়ে তাঁকে থানায় হাজিরা দিতে হবে ৷ সেখানেই রেকর্ড করা হবে তাঁর বয়ান ৷” প্রতারণা করে বার লাইসেন্স রাখার অভিযোগ এনে থানে পুলিশ তাঁর বিরুদ্ধে যে এফআইআর করেছে, তা বাতিল করে দেওয়ার দাবি জানিয়ে বম্বে হাইকোর্টে মামলা করেছেন সমীর ওয়াংখেড়ে৷ রাজ্যের শুল্ক দফতরের আধিকারিক শঙ্কর গোগাভালে অভিযোগ করেছেন, ১৯৯৬-৯৭ সালে শহরের সদগুরু বারের লাইসেন্স ছিল সমীর ওয়াংখেড়ের নামে ৷ তখন তাঁর ১৮ বছরও হয়নি ৷ সেই বারের লাইসেন্স বাতিল করার জন্য নির্দেশ দিয়েছেন থানের কালেক্টর ৷ শুল্ক দফতরের অভিযোগের ভিত্তিতে এফআইআর-এ বলা হয়েছে, লাইসেন্স সংক্রান্ত চুক্তিগুলি করার জন্য যোগ্য ছিলেন না এনসিবির প্রাক্তন জোনাল ডিরেক্টর ৷ তবে সদগুরু হোটেলের চুক্তির স্ট্যাম্প পেপারে তিনি নিজেকে সাবালক বলে দাবি করেছিলেন ৷ আজ সেই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে ৷ কোপরি পুলিশ জানিয়েছে, তাঁর বয়স সম্পর্কে ইচ্ছেকৃত ভাবে ভুল তথ্য দিয়ে একটি হোটেলের লাইসেন্স করিয়েছেন সমীর ওয়াংখেড়ে ৷ এই অভিযোগে রবিবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে থানে পুলিশ ৷