উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে মৃত ১৪, আহত ২

উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার সকালে বিয়েবাড়ি থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল একটি গাড়ি। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। আহত দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেছে। কুমায়ূনের পুলিশ কর্তা নীলেশ আনন্দ ভারনে জানিয়েছেন, ওই গাড়িটি একটি বিয়েবাড়ি থেকে ফিরছিল। সেই সময়ই চম্বাবত জেলার সুখিঢাং রিঠা সাহিব রোডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি খাদে সেটি পড়ে যায়। দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় উদ্ধারকারীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তিনি লেখেন, ”উত্তরাখণ্ডের চম্পাবতে ঘটনা দুর্ঘটনা হৃদয়বিদারক। এই দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে আমি তাঁদের পরিজনকে আমার শোক-সমবেদনা জানাই। স্থানীয় প্রশাসন উদ্ধারকার্য চালাচ্ছে।”

error: Content is protected !!