দেশ আমূল দুধের মূল্যবৃদ্ধি by সংবাদ AME বাংলা 24X 7 ১ মার্চ থেকে আমূল দুধের দাম বাড়ছে। সোমবার গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (জিসিএমএমএফ)-এর তরফে জানানো হয়েছে লিটার প্রতি ২ টাকা দাম বাড়ানো হচ্ছে। এক লিটার ফুল ক্রিম মিল্কের দাম বেড়ে হবে ৬০ টাকা। টোনড মিল্কের দাম পড়বে ৫০ টাকা। সংবাদ AME বাংলা 24X 7 Website https://sangbadamebangla.com/