‘পাঠান’র মুক্তির দিন ঘোষণা করলেন কিং খান

অবশেষে বুধবার নিজের আগামী ছবি ‘পাঠান’-র মুক্তির দিন ঘোষণা করলেন কিং খান। আগামী বছর অর্থাৎ ২০২৩ এর ২৫ জানুয়ারি মুক্তি পাবে শাহরুখের এই ছবি। হিন্দি ছাড়াও তামিল, তেলেগুতেও মুক্তি পাবে ছবিটি। ইতিমধ্যেই এই ছবির একটি শর্ট ভিডিও টুইট করে ছবি মুক্তির কথা জানিয়েছেন কিং খান।  যশরাজ ফিল্মসের ব্যানারে এই ছবিতে দর্শক পাবেন জন আব্রাহ্যাম ও দীপিকা পাদুকোনকে। অবশ্যই ছবিতে রয়েছেন শাহরুখ নিজেও তবে তার পোস্ট করা এই ভিডিওতে তাঁর দেখা মিলছে না। শোনা যাচ্ছে তাঁর গমগমে গলার আওয়াজ। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে শাহরুখ লিখেছেন ” দেরিতে হলেও এবার মুক্তি পাচ্ছে ‘পাঠান’। তারিখটা যেন সবার মনে থাকে। ” 

https://twitter.com/iamsrk/status/1498901170399879170
error: Content is protected !!