সবুজ ঝড় অব্যাহত, রাজ্যের ১০৮টি পুরসভার মধ্যে ১০২টিতেই তৃণমূলের জয়জয়কার

আজ সকাল থেকেই ১০৮টি পুরসভায় গণনা শুরু হয়। প্রথম থেকেই ঝড় তোলে তৃণমূল। লাগাতার পিছিয়ে পড়তে থাকে বিরোধীরা। গণনার পর বেশ খানিকটা সময় পেরিয়ে যাওয়ার পরও অধিকাংশ জায়গায় খাতা খুলতেই পারেনি গেরুয়া শিবির। কার্যত বিজেপির নেতা-কর্মীদের ‘তর্জন-গর্জন’ই সার। কোনও পুরসভাতেই চমক দেখাতে পারেনি তারা। ডাহা ফেল করেছে মোদি ম্যাজিক। দলের ঝুলি শূন্য। একাধিক জায়গা প্রার্থীদের জামানতও জপ্ত হয়েছে বলে শোনা যাচ্ছে। কাজেই মোটামুটি সকালের দিকেই এদিনের ফলাফল স্পষ্ট হয়ে যায়। প্রত্যাশা মতোই দুপুরের দিকে অধিকাংশ পুরসভাই দখল করে নেয় ঘাসফুল। সেঞ্চুরি পার হয়ে যায়। ১০৮-র মধ্যে ১০২টি পুরসভায় দুর্দান্ত ভাবে জয়লাভ করে তৃণমূল। তারমধ্যে ৩১টি পুরসভা আবার বিরোধী শূন্য। ইতিমধ্যেই ওয়ার্ডে ওয়ার্ডে শুরু হয়েছে জয়ের উল্লাস। এমনকি কাঁথিতে ভেঙে পড়েছে অধিকারী গড়। দুপুরের পরই শান্তিকুঞ্জের সামনে উড়ছে সবুজ আবির। এদিন সকাল থেকে বাড়ির বাইরে বের হয়নি অধিকারীরা। হারের পর কোনও সাংবাদিকদের দেননি প্রতিক্রিয়াও। বিজেপি নেতা দিলীপে ঘোষেরও মুখরক্ষা হয়নি। পশ্চিম মেদিনীপুরের গেরুয়া দুর্গ কার্যত ধুলিস্যাৎ হয়ে গিয়েছে। ২০টি আসন তৃণমূলের দখলে, তিনটি বাম, একটি নির্দল ও একটি কংগ্রেসের দখলে। খোদ দিলীপবাবুর জায়গাতেই একটিও আসন পায়নি বিজেপি। কাজেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড দখলের পথে তৃণমূল। একই দৃশ্য ভাটপাড়া পুরসভারও। ৩৫ ওয়ার্ডের মধ্যে ৩৪টি ওয়ার্ডেই জয়ী হয়েছে তৃণমূল। একটি ওয়ার্ডে সিপিএম প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট হয়নি। কা

error: Content is protected !!