সাহারানপুর-দিল্লি ট্রেনের ইঞ্জিন সহ ২টি কামরায় অগ্নিকাণ্ড

শনিবার সকালে উত্তরপ্রদেশের মিরাটের কাছে দৌরালা রেল স্টেশনে সাহারানপুর-দিল্লি প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন এবং তার পরের দু’টি বগিতে আচমকা আগুন লেগে যায়। যাত্রীরা দ্রুত আগুন লাগা ইঞ্জিন এবং বগি থেকে বাকি বগিগুলিকে ঠেলে সরিয়ে আলাদা করে দেয়। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই তা মন জয় করে নিয়েছে নেটিজেনদের। ট্রেনে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় হতাহতেরও খবর নেই।

error: Content is protected !!