কলকাতায় ফের গ্রেফতার ভুয়ো চিকিৎসক

ফের কলকাতায় গ্রেফতার ভুয়ো চিকিৎসক । শহরের বুকে চিকিৎসক পরিচয় দিয়ে ডাক্তারি করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। অভিযুক্তের বিরূদ্ধে অ্য়ানাস্থেটিস্টের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চর্মরোগের চিকিৎসা করার অভিযোগ ৷ রাজ্যের একাধিক জায়গায় ডাক্তার সেজে চেম্বার চালাতেন তারা ৷ অভিযুক্তের নাম শুভ নাথ। বাড়ি বিধাননগর এলাকায়। তাকে সাহায্য করার অভিযোগে রাজীব সরকার নামে অপর এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি নিউ টালিগঞ্জ এলাকায়। জানা গিয়েছে, সম্প্রতি কলকাতায় এক চর্মরোগ বিশেষজ্ঞ স্থানীয় রবীন্দ্র সরোবর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে বলা হয়, ওই চিকিৎসকের নাম ভাঁড়িয়ে কলকাতাতেই চেম্বার খুলে বসেছে শুভ নাথ। রীতিমতো রোগী দেখছে অভিযুক্ত ৷ এরপর এই গোটা ঘটনা তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এদিন সকালে তাদের গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক ভুয়ো প্রেসক্রিপশন এবং লেটার প্যাড।

error: Content is protected !!