রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে এবার দুয়ারে দাঁতের চিকিৎসা

এবার দুয়ারে দাঁতের চিকিৎসা। রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার রাজপুরে একটি কারখানায় তৈরি হচ্ছে অভিনব এক ভ্যান। অতি দ্রুত এই পরিষেবা জেলার প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেবে আর আহমেদ ডেন্টাল মেডিক্যাল কলেজের চিকিৎসকরা। এত দিন দাঁতের চিকিৎসা করানোর জন্যে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে

ছুটে আসতে হতো শহরে। এবার সেই সমস্যায় ইতি টানতে চাইছে রাজ্য স্বাস্থ্য দফতর। আর তাই রাজ্যে তৈরি হচ্ছে প্রথম চলমান দন্ত চিকিৎসালয়। ২৪ ফুট লম্বা, সাড়ে ৭ ফিট চওড়া, ১৩ ফিট উচ্চতা বিশিষ্ঠ অভিনব এই গাড়ি তৈরি হয়েছে সেন্ট্রাল মোটর ভেকেলের সমস্ত নিয়ম মেনে।

error: Content is protected !!