বিজেপিতে যোগ দিলেন আম আদমি পার্টির কাউন্সিলর পবন শেহরাওয়াত

দিল্লি পুরসভা হাতছাড়া হওয়া যে বিজেপি নেতৃত্ব মেনে নিতে পারছে না শুক্রবার সকালে ফের তার প্রমাণ মিলল। মেয়র নির্বাচন শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই আম আদমি পার্টিতে ভাঙন ধরিয়ে এক কাউন্সিলরকে নিজেদের শিবিরে টেনে এনেছেন পদ্ম নেতারা। আচমকাই এদিন সকালে আপ ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন বাবনা থেকে নির্বাচিত কাউন্সিলর পবন সেহরাওয়াত। যদিও দলীয় কাউন্সিলরের পদ্ম শিবিরে যোগ দেওয়াকে গুরুত্বই দিতে চাননি আপের সাধারণ সম্পাদক সঞ্জয় সিং। তাঁর বক্তব্য, ‘বিশ্বাসঘাতক দল ছেড়ে চলে যাওয়ায় দলেরই মঙ্গল হয়েছে।’

error: Content is protected !!