
‘অগ্নিপথে’ জাত-ধর্ম কেন?’, ফর্মের ছবি দিয়ে টুইট আপ সাংসদের
‘অগ্নিপথে’ জাত-ধর্ম কেন? এবার আম আদমি পার্টির সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বললেন, আপনি অগ্নিবীর তৈরি করতে চাইছেন, নাকি জাতিবীর! আপ সাংসদ সঞ্জয় সিং অগ্নিপথ প্রকল্পে নিয়োগের আবেদনে জাতি ও ধর্মের শংসাপত্র চাওয়া নিয়ে এই ভাষাতেই কাঠগড়ায় তুললেন মোদি সরকারকে। তাঁর অভিযোগ, ভারতের ইতিহাসে এই প্রথম সেনাবাহিনীতে নিয়োগে জাত-ধর্মের বিবরণ চাওয়া হচ্ছে। তিনি আরও বলেছেন, দেশের সামনে মোদি সরকারের কুৎসিত মুখ আরও একবার ফুটে বেরল। শুধু সঞ্জয় সিং নন, বিহারে বিজেপির জোটসঙ্গী জেডিইউ নেতা এবং সংসদীয় বোর্ডের জাতীয় সভাপতি উপেন্দ্র কুশওয়া এবং আরজেডি প্রধান তেজস্বী যাদবও একই প্রশ্ন তুলেছেন। এই অভিযোগের পরপরই সরকারপক্ষ থেকে জবাবে বলা হয়েছে, সঞ্জয় এবং তাঁর দল আত্মঘাতী গোল করে ফেলেছেন। মঙ্গলবার সকালে এক টুইটে সঞ্জয় সিং অগ্নিপথ প্রকল্পে নিয়োগের ফর্মের ছবি দিয়েছেন। সেখানে তিনি দেখিয়েছেন যে, প্রার্থীদের কাছ থেকে জাতি ও ধর্মের শংসাপত্র চাওয়া হয়েছে। সঞ্জয় লিখেছেন, তাহলে কি বুঝতে হবে প্রধানমন্ত্রী মোদি চান না দেশের দলিত, পিছড়েবর্গ এবং আদিবাসী যুব সম্প্রদায়ের বাহিনীতে যোগদানের অধিকার নেই। তাঁর এই অভিযোগের জবাবে সরকারপক্ষ জানিয়েছে, এটা নতুন কিছু নয়। ব্রিটিশ আমল থেকেই এটাই হয়ে এসেছে। এমনকী স্বাধীনোত্তর ভারতে ১৯৪৯ সালে একটি বিশেষ সেনা নির্দেশে একে সরকারিভাবে সিলমোহর দেওয়া হয়। মোদি সরকার নতুন কিছু করেনি। এই রীতি দেশে প্রায় ৭ দশক ধরেই চলে আসছে। আপ নেতা সঞ্জয় সিংয়ের টুইটের পর বিরোধী শিবির থেকে ক্রমশ কটাক্ষ ধেয়ে আসছিল । তারপরে আসরে নামলেন রাজনাথ সিং। যদিও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী জানিয়ে দিলেন, ‘এটা গুজব’ ।