
প্রকাশ্যে আড়ি-র ট্রেলার
প্রকাশ্যে এল মৌসুমী চট্টোপাধ্যায়, নুসরত জাহান, যশ দাশগুপ্ত অভিনীত ছবি আড়ি-র ট্রেলার। ঝলকে দেখা যাচ্ছে মা আর ছেলের মধ্যে দারুণ দুষ্টু মিষ্টি সম্পর্ক। মাকে ঘিরেই আবর্তিত হয় যশের জীবন। নিজের হাতেই মায়ের জন্য সবটা করে। আঁকড়ে, আগলে রাখে। একটা নির্দিষ্ট সময়ের স্মৃতি হারিয়ে ফেলেছেন মৌসুমী। অনেক সময় ছেলেকে চিনতে পারেন না। স্বামীকে খোঁজেন। কখনও কখনও আবার ছেলেকেই স্বামী মনে করেন। আর এমন একটা গল্পে এন্ট্রি নেবেন নুসরত জাহান। একজন লেখিকার চরিত্রে ধরা দেবেন তিনি। যদিও যশের সঙ্গে তাঁর কেমন সম্পর্ক হবে, কেনই বা আলাপ হবে সেটা সিনেমা দেখলেই বোঝা যাবে। আড়ি ছবির ট্রেলার জুড়ে ভরপুর মজা সংলাপ। বাদ যায়নি মা ছেলের দুষ্টু মিষ্টি রসায়ন থেকে মাকে হারিয়ে ফেলার ভয়, তাঁকে ভালো রাখার জন্য সন্তানের আপ্রাণ চেষ্টার ছবি। এক ঝলক দেখা মিলল শ্রাবন্তী চট্টোপাধ্যায়েরও। তবে তাঁকে যে এখানে কোনও একটি গানেই দেখা যাবে সেটা স্পষ্ট। অন্যদিকে একটি বিশেষ চরিত্রে রয়েছেন জনপ্রিয় ইউটিউবার উন্মেষ গঙ্গোপাধ্যায়। আড়ি ছবিটির পরিচালনা করেছেন জিৎ চক্রবর্তী। মুখ্য ভূমিকায় যশ দাশগুপ্ত, মৌসুমী চট্টোপাধ্যায় এবং নুসরত জাহান। যশ দাশগুপ্ত ফিল্মস এই ছবিটির প্রযোজনা দায়িত্ব সামলেছে। আগামী ২৫ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।