যদি ভাবেন বোতাম টিপে গরিব মানুষের টাকা বন্ধ করবেন, তা হলে আগামী দিনে মানুষও বোতাম টিপে আপনার ভবিষ্যৎ অন্ধকার করে দেবেঃ অভিষেক

দিল্লিতে রাজ্যের প্রাপ্যের দাবি নিয়ে প্রতিবাদ জানাতে রওনা হয়েছে তৃণমূল৷ রবিবার থেকে লাগাতার এই আন্দোলন চলবে৷ তার প্রাকমুহূর্তে ভার্চুয়ালি ভাষণ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ভার্চুয়াল সভা থেকে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তিনি বললেন, ‘প্রধানমন্ত্রীর বাড়ি হবে, আর বাংলার গরিব মানুষ ছাদ পাবে না, এমনটা হবে না৷’ তিনি এও বলেন, ‘‘আপনি যদি ভাবেন বোতাম টিপে গরিব মানুষের টাকা বন্ধ করবেন, তা হলে আগামী দিনে মানুষও বোতাম টিপে আপনার ভবিষ্যৎ অন্ধকার করে দেবে। ১০০ দিনের কাজের বাস্তবায়ন রাজ্যে করা হয়েছিল৷ তার টাকাও দেওয়া হচ্ছে না৷ দুর্নীতির কথা বলে চলেছে৷ যদিও একাধিক কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে৷ কোনও প্রমাণ দিতে পারেনি৷ রাজ্য সরকার ১১ লক্ষ প্রকৃত প্রাপকের নাম পাঠায়৷ এক বছর পরেও টাকা দেওয়া হয়নি৷’’ অভিষেকের অভিযোগ, ‘‘আবাসের জন্য তদন্ত করতে এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল৷ মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন৷ গিরিরাজ সিংকে চিঠি দিয়েছেন৷ যদিও টাকা দিচ্ছে না৷ বাংলার মানুষের টাকা আটকে রেখেছে কেন্দ্র৷ বিজেপির বিরুদ্ধে তাই বাংলার মানুষ সোচ্চার হয়েছেন৷ মোদি সরকারের স্বৈরাচারী মানসিকতা ধরে পড়েছে৷ ৫০টি দল পাঠিয়েও দূর্নীতি প্রমাণ করতে পারেনি৷ গায়ের জোরে ৮ হাজার ২০০ কোটি টাকা গায়ের জোরে বন্ধ করে রেখেছে৷’’ কর্মসূচি ঘোষণা করে অভিষেক বলেন, ‘‘তিন তারিখ যন্তরমন্তরে বসব৷ ২ তারিখ রাজঘাটে কর্মসূচি হবে৷’’ প্রধানমন্ত্রীকে প্রশ্ন ছুঁড়ে তিনি বলেন, ‘জবাব আপনাকে দিতে হবে, টাকা আপনাকে দিতে হবে মোদি বাবু৷ মুর্খের স্বর্গে বাস করছেন মোদি বাবু৷ যদি ভাবেন ট্রেন আটকে আমাদের আটকাবেন৷’’

error: Content is protected !!