
‘২০২৬ সালে ২১৫-রও বেশি আসন নিয়ে ফের ক্ষমতায় ফিরব’, বার্তা অভিষেকের
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত বিশেষ বৈঠকে তাঁর দাবি, “২০২৬-এ ২১৫-রও বেশি আসন নিয়ে আমরা আবার ক্ষমতায় আসব । বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে ।” বৈঠকের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করে এদিন অভিষেক বলেন, “বিজেপি বারবার বাংলাকে কলুষিত করার চক্রান্ত করছে । সন্দেশখালি নিয়ে অপপ্রচার হয়েছে, আরজি কর হাসপাতালের ইস্যু তুলে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে । কিন্তু বাংলার মানুষ ২০২৪-এর লোকসভা ভোটেই তাঁদের জবাব দিয়েছে । বিজেপির ১৮ আসন কমে ১২-তে নেমে এসেছে । তবুও ওরা শিক্ষা নেয়নি । ষড়যন্ত্র এখনও চলছে ।” দলীয় কর্মীদের চাঙ্গা করতে অভিষেক বলেন, “দলের প্রতি নিষ্ঠা দেখাতে হবে, ভোটার তালিকা তৈরির কাজ খতিয়ে দেখতে হবে । কে কখন নির্দেশ দেবে তার জন্য অপেক্ষা করলে চলবে না । নিজের দায়িত্ব নিজেকেই পালন করতে হবে ।” তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দুই-তৃতীয়াংশ আসন জিততে হবে, অর্থাৎ ১৯৬টি । কিন্তু আমরা ২১৫-র লক্ষ্যমাত্রা নিয়ে এগবো । এক ছটাক জমিও বিজেপি-সিপিএম-কংগ্রেসকে ছাড়ব না । একাই লড়াই করব ।”