পৈলানে ডায়মন্ড হারবার পুলিশ জেলার নতুন ভবন উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

এদিন দক্ষিণ ২৪ পরগনার পৈলানে ডায়মন্ড হারবার পুলিশ জেলার নতুন ভবন উদ্বোধন করেন এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ মঞ্চ থেকেই এদিন অভিষেক বলেন, ”এরাজ্যে প্রায় ১০ কোটি মানুষের বাস ৷ ২ কোটি বাড়ি ৷ কোথাও কোনও ছোট ঘটনা কখনও ঘটে যায় ৷ সেটাও কাম্য নয় ৷ এখানে ঘটনা ঘটলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় ৷ মুখ্যমন্ত্রী অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছেন ৷ রাজনীতির রং না দেখে অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয় এখানে ৷ এ রাজ্যে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় ৷ ” এদিন পুলিশকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন অভিষেক ৷ দরকারে মিডিয়া সেল খোলার পরামর্শ দিয়েছেন ৷ সংবাদমাধ্যমকে বলেছেন কোনও খবর থাকলে পুলিশ-প্রশাসনকে জানাতে, যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না-ঘটে ৷