বোতাম টিপলেই অন্য রাজ্যেরও ৪ কংগ্রেস সাংসদ তৃণমূলে: অভিষেক

সাগরদিঘির তৃণমূল কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস যোগ দিয়েছেন তৃণমূলে। এরপরে তাঁকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন সবুজ শিবিরের সর্বভারতীয় সাধারণ  সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল ভাঙানোর অভিযোগ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। অভিষেক তারপরেই দাবি করলেন বড়সড়। সোমবার অভিষেক বলেন, শুধু পশ্চিমবঙ্গে নয়। বোতাম টিপলেই অন্য রাজ্যেরও ৪ কংগ্রেস সাংসদ তৃণমূলে চলে আসবেন। তাঁরা কারা? তা অবশ্য খোলসা করেননি অভিষেক। সেই সঙ্গে বিজেপিকেও নিশানা করেন তৃণমূল যুবরাজ। বলেন, সঠিক সময় এলেই বিজেপির জন্য দরজা খোলা হবে। তবে একটু স্ক্যানিং করতে হবে।

error: Content is protected !!