লোকসভাতে উল্টে যাবে দিল্লির সরকার, পূর্ব মেদিনীপুর সভা থেকে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
‘নবজোয়ার যাত্রা’ উপলক্ষ্যে ৩৫ তম দিনে উত্তর কাঁথি বিধানসভায় পদযাত্রা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি মাল্যদান করেন দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের আবক্ষ মূর্তিতে। এদিন তিনি রোড শো করেন মুকুন্দপুরে। জনসংযোগের সময়ে শোনেন স্থানীয়দের সমস্যার কথা। সমাধানের আশ্বাস দেওয়ার পাশাপাশি তুলে ধরেন কেন্দ্রীয় বঞ্চনার কথা। এদিন তিনি বলেন, পঞ্চায়েতে বুক চিতিয়ে লড়াই করবে পূর্ব মেদিনীপুর। বিজেপি’র হার হবে বলেও দাবি করেন তিনি। বলেন, লোকসভাতে উল্টে যাবে দিল্লির সরকার।