
‘রাজ্যপাল দেখা না করা পর্যন্ত সারারাত এখানেই বসে থাকব,’ কড়া হুঁশিয়ারি অভিষেকের
রাজভবনের সামনে অবস্থানে বসে রাজ্যপাল সিভি আনন্দের বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “মানুষের কাছে ক্ষমা চাইছি এই কর্মসূচির কারণে অসুবিধা হচ্ছে মানুষের। দিল্লি থেকে ঘোষণা করেছিলাম এই কর্মসূচির। রবীন্দ্রসদন থেকে রাজভবন এসে প্রতিনিধি দল দেখা করব বলেছিলাম। যখন আমি ঘোষণা করেছিলাম তখন উনি কেরালা ছিলেন। আমরা ঘোষণার পরে জানালেন উনি যে দিল্লি যাচ্ছেন। ভেবেছিলাম উনি দেখা করার সুযোগ দেবেন। আমরা ই-মেইল পাঠালাম ওনাকে।” অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “উনি সকালে জানালেন শিলিগুড়ি আসুন। চার-পাঁচ দিন উনি থাকলে আমরা শিলিগুড়ি যেতাম। সেখানে দেখা করতাম। বলা হয় সার্কিট হাউজে আছেন। সকাল ১০’!টায় বলছেন ৩ ঘন্টার মধ্যে আসুন। আমরা এই জমিদারির বিরুদ্ধে। আমরা কারও কেনা শ্রমিক নই। আমাদের প্রতিনিধি দল ১৫ মিনিটে রাজভবনে যাবেন। আমরা সৌজন্যতা বারবার দেখিয়েছি। আমাদের ওনেক ধমকানো চমকানো হয়েছে।”