
‘যদি প্রমাণ করতে পারেন ৫ পয়সাও নিয়েছি, ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব’, ফের চ্যালেঞ্জ অভিষেকের
প্রায় সাত ঘণ্টা সময় ধরে জিজ্ঞাসাবাদের পর ইডির অফিস থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। শরীরী ভাষা ছিল বেশ চনমনে। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, গতকাল আমরা কাছে কুরিয়ার মারফত তলবের চিঠি এসে পৌঁছেছে আমার কাছে। এই নিয়ে তৃতীয়বার ইডির অফিসে এসেছি। আমার কথা মতো তদন্তে পূর্ণ সহযোগিতা করেছি।” ইডির অফিসের বাইরে নিজের পুরনো এক বক্তব্যও স্মরণ করিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, “আমি তো দুই বছর আগেই বলেছি। আমার সঙ্গে বিন্দুমাত্র কোনও যোগসাজস বা যোগসূত্র যদি এই কেলেঙ্কারিতে প্রতিষ্ঠিত করতে পারে, যদি পাঁচ পয়সা এখান থেকে আমি নিয়েছি… তাহলে আমার পিছনে ইডি বা সিবিআই লাগানোর দরকার নেই। একটি ফাঁসির মঞ্চ তৈরি করবেন। সেখানে গিয়ে মৃত্যুবরণ করব। আমি আমার বক্তব্য পাল্টাচ্ছি না।”