‘নবজোয়ার’ চলবে, ইডির তলবের পালটা দিলেন অভিষেক

‘নবজোয়ার’ কর্মসূচিতে ব্যস্ত থাকায় আগামী মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে নদিয়ার এক সভায় ইডির নোটিশ পাওয়ার কথা জানিয়ে ক্ষুব্ধ কণ্ঠে তৃণমূল কংগ্রেস সাংসদ বলেন, ‘আমার স্ত্রীকে জেরা শেষ করার ১৫ মিনিটের মধ্যে আমাকে দেখা করার জন্য নোটিশ পাঠানো হয়েছে। রাজনৈতিকভাবে হেনস্তা করার জন্য-ই তলব করা হয়েছে। তদন্তে সব রকমের সহযোগিতা করতে তৈরি। কিন্তু মঙ্গলবার ‘নবজোয়ার’ কর্মসূচি থামিয়ে যেতে পারব না। ৮ জুলাইয়ের পরে যে কোনও দিন তলব করতে পারেন। প্রয়োজন হলে নথিপত্র ইডি দফতরে পাঠিয়ে দেব।’ স্কুল নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য আগাসমী মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তৃণমূল সাংসদকে হাজিরা দেওয়ার নোটিশ পাঠিয়েছে ইডি। গত ১৯ মে বিকেল নোটিশ পাঠিয়ে পরের দিন ২০ মে শনিবার সকাল এগারোটার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার জন্য চিঠি পাঠিয়েছিল সিবিআই। ওই নোটিশ পাওয়ার সময়ে বাঁকুড়া ছিলেন অভিষেক। তড়িঘড়ি ‘নবজোয়ার’ কর্মসূচি  বন্ধ করে কলকাতার উদ্দেশে রওনা হন তিনি। পরের দিন সিবিআই দফতরে টানা নয় ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। এবারেও নবজোয়ার কর্মসূচি বন্ধ রেখে ইডি দফতরে হাজিরা দেবেন কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়। সেই জল্পনার অবসান ঘটিয়ে নদিয়ার কালীগঞ্জের সভায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, মঙ্গলবার ইডি দফতরে হাজিরা দেবেন না। তাঁর কথায়, ’১০-১১  ঘন্টা অপচয় করার মতো সময় আমার হাতে নেই। যখন ডেকেছে, তখনই হাজিরা দিয়েছে। কিন্তু সামনেই পঞ্চায়েত ভোট। তাই আমার পক্ষে মঙ্গলবার হাজিরা দেওয়া সম্ভব নয়। ৮ জুলাইয়ের পরে যে কোনও দিন ডাকতে পারে।’ পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার খানিকক্ষণের মধ্যে ইডির সমন কোনও কাকতালীয় ব্যাপার নয় বলে মনে করেন তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ, ‘নবজোয়ার কর্মসূচিকে বাধা দেওয়ার চেষ্টা করছে বিজেপি। নির্বাচনকে ভয় পাচ্ছে। ভোটে জিততে পারবেন না বুঝতে পেরে এবার পঞ্চায়েত ভোট বানচালের রাস্তায় হেঁটেছে।’

error: Content is protected !!