শুক্রবার অবধি রক্ষাকবচের মেয়াদ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

ফের বাড়ল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ। বৃহস্পতিবার পর্যন্ত তাঁর রক্ষাকবচ ছিলই। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলাটি উঠলে শুক্রবার অবধি রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করা হয়। শুক্রবার মামলার পরবর্তী শুনানি। শুক্রবারের শুনানিতে এই মামলার জট খানিকটা কাটবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বর্তমানে চিকিৎসার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে।

error: Content is protected !!