পুরভোটে অশান্তির খবর পেয়ে ফের হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

আগেই তৃণমূল প্রার্থীদের সতর্ক করেছিলেন। কলকাতা পুরভোটের দিন কোনওরকম অশান্তি যেন না হয়। তেমন অভিযোগ পেলেই প্রার্থী এবং দলের যে কোনও সদস্যের মাথায় কড়া শাস্তির খাঁড়া নেমে আসবে। আর ভোটের দিনও কলকাতার নানা প্রান্তে বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর পেয়ে ফের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি রবিবার মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে এসে বলেন, ”অশান্তির ভিডিও ফুটেজগুলো প্রকাশ্যে আনুন। আমরা সেসব খতিয়ে দেখব। যদি তৃণমূলের কেউ জড়িত থাকে, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে কঠিনতম ব্যবস্থা নেবে দল।”

error: Content is protected !!