দিল্লিতে তৃণমূলের ধরনার দিনেই তলব, এর থেকে বোঝা যাচ্ছে, কারা সত্যিকারের ভীত ও সন্ত্রস্তঃ অভিষেক

একশোর দিনের বকেয়া আদায়ের লক্ষ্য ‘মিশন দিল্লি’। কয়েক হাজার নিয়ে রাজধানীতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। ৩ অক্টোবর রামলালী ময়দান ধরনার কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিস। সেদিন কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীর গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করার সময় চেয়েছে এ রাজ্যের শাসকদলের শীর্ষ নেতৃত্ব। এদিন এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, ‘আজ আবার সমন পাঠিয়েছে ইডি।  ৩ তারিখ পশ্চিমবঙ্গের বকেয়া টাকা আদায়ের দাবিতে দিল্লিতে কর্মসূচি, সেদিন হাজিরা দিতে বলেছে। এর থেকে বোঝা যাচ্ছে,  কারা সত্যিকারের ভীত ও সন্ত্রস্ত’।

error: Content is protected !!