শহিদ দিবস নিয়ে টুইট বার্তা অভিষেকের

২১ জুলাই নিয়ে টুইট বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, বাংলার ইতিহাসে ২১ শে জুলাই হল একটি পবিত্র দিন। ১৯৯৩ সালে পুলিসের অত্যাচারে যে ১৩ জন মানুষ শহিদ হয়েছেন তাঁদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। এই শহিদ দিবসে আমাদের আওয়াজ আরও জোরালো হোক, আমরা যেন কোনও শক্তির কাছে মাথা নত না করি। মানুষের জন্য আমরা আমাদের সবটা উৎসর্গ করব।

https://twitter.com/abhishekaitc/status/1549969522118914049

error: Content is protected !!