ডাম্পারের ধাক্কায় উল্টে গেল যাত্রীবোঝাই বাস, জখম বহু

সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা । ডাম্পারের ধাক্কায় উলটে গেল যাত্রী বোঝাই বাস। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চাঁদপুর এলাকায়। এই দুর্ঘটনার ফলে জখম হয়েছেন বেশকিছু যাত্রী। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ প্রায় ৬০ জন যাত্রী নিয়ে হাওড়ায় আসছিল একটি বাস। ঘাটাল থেকে হাওড়ার দিকে যাচ্ছিল৷ সেই সময় চাঁদপুরের কাছে পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে বেরোচ্ছিল একটি ডাম্পার৷ অভিযোগ, সেই সময় ডাম্পারটি ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের উপরে বাসটিকে ধাক্কা মারে। এর পর সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় যাত্রীবোঝাই বাসটি। ঘটনার পর তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। দুর্ঘটনাগ্রস্ত বাসের ভিতর থেইকে যাত্রীদের উদ্ধার করেন। বেশ কয়েকজন যাত্রী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। ১৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। তবে আহত হলেও মৃত্যুর কোনও ঘটনা ঘটেনি।

error: Content is protected !!