মা উড়ালপুলে চীনা মাঞ্জা গলায় জড়িয়ে আহত যুবক

মা উড়ালপুলে চীনা মাঞ্জা গলায় জড়িয়ে আহত হলেন পিকনিক গার্ডেনের বাসিন্দা আরিফ জোহর। মঙ্গলবার সকাল আটটা নাগাদ বাইকে মা উড়ালপুল ধরে পার্ক সার্কাসের দিক থেকে এসএসকেএমের দিকে যাচ্ছিলেন তিনি। উড়ালপুল থেকে নামার সময় তাঁর গলায় চীনা মাঞ্জা লাগানো সুতো জড়িয়ে যায়। বাইক নিয়ে উল্টে পড়েন আরিফ। গলায় ও পায়ে চোট লাগে তাঁর। তবে আঘাত গুরুতর নয়। এরপর যুবক নিজেই বাইক নিয়ে উঠে দাঁড়ান। উড়ালপুলের উপর থেকে চীনা মাঞ্জার সুতো গুটিয়ে সরিয়ে দেন তিনি। এই ঘটনায় বেশ আতঙ্কিত ওই যুবক। পুলিশের নজরদারি সত্ত্বেও কীভাবে মা উড়ালপুলে চীনা মাঞ্জায় আহত হওয়ার একের পর এক ঘটনা ঘটছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। 

error: Content is protected !!