দক্ষিণী তারকা মহেশ বাবুকে নোটিশ ইডির 

মানুষকে প্রভাবিত করার অভিযোগ ৷ দক্ষিণী তারকা মহেশ বাবুকে নোটিশ পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই মাসের ২৭ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতাকে হাজির হতে বলা হয়েছে। জানা গিয়েছে, সাই সুরিয়া ডেভলপার্স এবং সুরানা প্রকল্পে যুক্ত অভিনেতা ৷ তিনি সাধারণ মানুষকে এই প্রকল্পে যোগ দেওয়ার জন্য বা অর্থ বিনিয়োগের জন্য প্রভাবিত করেছেন তথা বিজ্ঞাপণ করেছেন ৷ মহেশ বাবু এই দুই কোম্পানির হয়ে বিজ্ঞাপণ করেছেন বা প্রোমোট করেছেন বলে জানা গিয়েছে ৷ অভিযোগ, এই প্রকল্পের টাকা তছরুপ হয়েছে ৷ সূত্রের খবর, রিয়েল এস্টেট এই প্রোজেক্টের বিজ্ঞাপণের মুখ ছিলেন মহেশ বাবু ৷ সাই সুরিয়া ডেভলপার্স ও সুরানা গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন তারকা ৷ কিন্তু এই রিয়েল এস্টেট কোম্পানি গ্রাহকদের সঙ্গে হঠকারিতা করে ৷ জানা গিয়েছে, এই গ্রুপের থেকে মহেশ বাবু ৩.৪ কোটি টাকার চেক নিয়েছেন ৷ বাকি ২.৫ কোটি টাকা নিয়েছেন নগদে ৷ আর এই বিষয়টাই খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা ৷ তেলেঙ্গানা পুলিশ ভাগ্যনগর প্রপার্টিজ লিমিটেডের নরেন্দ্র সুরানা এবং সাই সুরিয়া ডেভলপার্সের সতীশ চন্দ্র গুপ্তের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করেছে। অভিযোগ, এই দুজন লেআউটের একই প্লট একাধিকবার বিক্রি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করেছেন এবং মিথ্যা প্রতিশ্রুতিও দিয়েছেন। ইডি তদন্ত শুরু করার সঙ্গে সঙ্গেই মহেশ বাবুর সঙ্গে হওয়া আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছে ৷ অনুমান নগদে দেওয়া আড়াই কোটি টাকা আর্থিক তছরুপের অংশ ৷

error: Content is protected !!