গোপনে বিয়ে সারলেন অভিনেত্রী স্বরা ভাস্কর

মাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। জানা গিয়েছে, ৬ জানুয়ারি আইনি বিয়ে সেরেছেন অভিনেত্রী। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই খবর জানান স্বরা। এদিন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে রেজিস্টারের ঘরের বাইরের আইনি বিয়ের সেই ভিডিও শেয়ার করলেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘অনেক সময় আমরা এমন কিছু খুঁজি যা চোখের সামনেই থাকে, কিন্তু আমরা দূরে খুঁজতে থাকি। আমরা ভালবাসা খুঁজছিলাম। কিন্তু খুঁজে পেলাম বন্ধুত্ব। তারপর একে অপরকে খুঁজে পেলাম। আমার মনে তোমাকে স্বাগত ফাহাদ। এখানে অনেক শোরগোল কিন্তু এই মন তোমার।’ স্বরার বিয়ের খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে।

error: Content is protected !!