
অসমে ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা আদানি গ্রুপের
মঙ্গলবার অসমের গুয়াহাটিতে অনুষ্ঠিত অ্যাডভান্টেজ আসাম ২.০ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সামিট ২০২৫-এ উপস্থিত হয়ে দেশের শীর্ষস্থানীয় ধনকুবের এবং শিল্পপতি গৌতম আদানি বড় ঘোষণা করেন। তিনি এদিন জানান যে অসমে বিমানবন্দর, শহর, নগর গ্যাস বন্টন ব্যবস্থা, পরিবহন, সিমেন্ট ও সড়ক প্রকল্প মিলিয়ে মোট ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। অসমের পরিকাঠামোর উন্নয়নে এই বিনিয়োগ করা হবে বলেই জানিয়েছেন গৌতম আদানি। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এদিন এই ইনভেস্টরস সামিটে এসে এই বক্তব্য রাখেন। অসমের উন্নয়নের লক্ষ্যে নিজের কর্মসূচি জানিয়ে আদানি বলেন, ‘আমরা সকলেই এই বিপুল উন্নয়নের আশায় রয়েছি। এই উন্নয়নের অংশ হতে চাই আমরাও। আর তাই আজ অত্যন্ত গর্বের সঙ্গে আমি জানাচ্ছি অসমে ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে আদানি গ্রুপ, এমনটাই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।’