পাকিস্তানের হামলায় নিহত রাজৌরির ডেপুটি অতিরিক্ত কমিশনার রাজ কুমার থাপা ও শিশু সহ ৫

পাকিস্তানের ছোড়া বোমায় প্রাণ গেল রাজৌরির অতিরিক্ত ডেপুটি কমিশনার রাজ কুমার থাপা সহ ৫ জনের ৷ আহত হয়েছেন তাঁর আরও সহকর্মী। শনিবার ভোরে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, এদিন ভোরে রাজৌরির অতিরিক্ত ডেপুটি কমিশনারের বাড়িতে পাকিস্তানের দিক থেকে আসা বোমা গিয়ে পড়ে । তাতেই তিনি গুরুতর আহত হন। দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অতিরিক্ত ডেপুটি কমিশনারকে বাঁচানো যায়নি । রাজ কুমার থাপার মৃত্যুর পাশাপাশি তাঁর আরও ৪ সহকর্মীর মৃত্যু হয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ৷ এদিন বোমা বিস্ফোরণের পর তাঁদের জখম অবস্থায় দ্রুত সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত ডেপুটি কমিশনার সহ ৫ জনের মৃত্যু হয় ৷ আহত পুলিশকর্মীদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা রাজৌরির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার রাজকুমার থাপার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ৷ তিনি এক্স পোস্টে লিখেছেন, “রাজৌরি থেকে মর্মান্তিক খবর পেলাম। জম্মু-কাশ্মীরের প্রশাসনিক বিভাগের এক কর্মঠ অফিসারকে আমরা হারিয়েছি। গতকালই তিনি উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন, আমার সঙ্গে অনলাইন বৈঠকেও ছিলেন। আজ ওই অফিসারের বাড়িতে পাকিস্তানের বোমা গিয়ে পড়েছে। এরপরই তাঁর মৃত্যু হয় ৷ আমি স্তম্ভিত, শোকপ্রকাশের ভাষা নেই। ওঁর আত্মার শান্তি কামনা করছি।”

error: Content is protected !!