সাড়ে ৬ ঘণ্টার জেরা শেষ, আগামী ৮ মার্চ কুণালকে ফের তলব ইডির

প্রায় সাড়ে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলার পরে ইডি-র দফতর থেকে বেরিয়ে এলেন সারদা কাণ্ডের অন্যতম অভিযুক্ত কুণাল ঘোষ। এদিন সকাল সাড়ে দশটায় ইডির অফিসে পৌঁছে যান তিনি। বিকেল ৫:৪৫ নাগাদ বেরিয়ে এসে জানান, ‘ভিতরে কী প্রশ্ন করা হয়েছে, কী জবাব দিয়েছি তা বলব না। কারণ এটা নীতিগত ভাবে ঠিক নয়।’ এদিন ইডি দফতর থেকে বেরিয়ে তিনি জানান, প্রথম দিন থেকে তদন্তে সহযোগিতা করে এসেছি, আজও সে চেষ্টাই করেছি। তাঁরা যা প্রশ্ন করেছেন আমি উত্তর দিয়েছি। তাঁর কথায়, ‘২০১৩ সাল থেকে আমি তদন্তে সহযোগিতা করছি। যখন যে তদন্তকারী এজেন্সি আমায় ডেকেছে, আমি গেছি। আমি জ্ঞানত কোনও অন্যায় করিনি। ভবিষ্যতেও আমায় ডাকা হলে আমি আসব। সম্ভবত পরের সপ্তাহে আমি আর একবার আসব।’ কুণাল ঘোষ আরও বলেন, ‘তদন্তের উপর আমার পূর্ণ আস্থা আছে। ভয় এটাই থাকে, তদন্ত যদি রাজনৈতিক ভাবে প্রভাবিত হয়। তবে সেটা বিচারসাপেক্ষ। তার আগে অবধি আমার তদন্তকারীদের নিয়ে কোনও অভিযোগ নেই। তবে আমি আশা করি, সুদীপ্ত সেনের চিঠিতে যাঁদের নাম আছে, তাঁদেরও জেরা করা হবে।’ কুণাল হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কেউ বা কারা যদি মনে করেন এইভাবে আমায় প্রভাবিত করা যাবে, আমার উপর চাপ সৃষ্টি করা যাবে, তাঁদের বলি, আমি বাঘছাল পড়া বিড়াল নই। আর কুণাল ঘোষ যদি বেঁচে থাকে, তাহলে সেই ব্যক্তি, যে অন্য দলে গিয়ে দেখিয়ে দিচ্ছে নানা কিছু, সেই জানোয়ার এবং রাস্কেলটাকে কলার ধরে জেলের ঘানি টানিয়ে ছাড়ব আমি।’

error: Content is protected !!