
স্বাভাবিকের পথে পরিষেবা, ৩২টি এয়ারপোর্ট খুলতে জারি NOTAM
ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি ঘোষণার পর থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে অসামরিক বিমান পরিষেবা। সীমান্তে উত্তেজনার কারণে যে ৩২টি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল, সেগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর, প্রয়োজনীয় NOTAM জারি করা হয়েছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) নোটিশ টু এয়ারমেন (NOTAM) ইস্যু করেছে, যাতে দেশের উত্তর ও পশ্চিম অংশে থাকা ৩২টি বিমানবন্দর খোলা হয়। ভারত-পাকিস্তানের সংঘর্ষের ঘটনায় ওই বিমানবন্দরগুলিতে অসামরিক বিমান ওঠানামা বন্ধ ছিল। সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনার তরফে সবুজ সঙ্কেত দেওয়ার পরেই নোটাম জারি করা হয়েছে। শনিবার সংঘর্ষবিরতি নিয়ে আপাতত সমঝোতা করেছিল ভারত ও পাকিস্তান। তার পরে রবিবার জম্মু ও কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তে সেরকম কোনও গোলাবর্ষণ হয়নি বা উত্তেজনা ছড়ায়নি। ভারতের সেনা তাদের বিবৃতিতেও জানিয়েছে, জম্মুু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত মোটের উপর শান্ত ছিল।
বিমানবন্দর খুলে দেওয়ার আবেদন:
এর পরেই আশা করা হচ্ছিল, বিমানবন্দরগুলি খুলে দেওয়া হবে। সংঘর্ষের আবহে বিপদ এড়াতে যেগুলি অসামরিক বিমানের জন্য বন্ধ করা রাখা হয়েছিল। রবিবারই বিমানবন্দরগুলি খুলে দেওয়ার জন্য আবেদন করেছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।