
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের অশান্তি, রাতে শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন লাগালো বাম ছাত্ররা! উপাচার্যের পোশাক ছিঁড়ল ছাত্রীরা
পরিস্থিতি স্বাভাবিক হতে না-হতেই শনির রাতে ফের উত্তেজনা ছড়াল যাদবপুর বিশ্ববিদ্যালয়য়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ভিতর তৃণমূলের শিক্ষাবন্ধু কার্যালয় রয়েছে সেখানে গতকাল রাতে আচমকাই ধোঁয়া দেখা যায়। এদিন প্রায় রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে ৷ এদিকে, গতকাল রাতে কেপিসি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আহত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে চান উপাচার্য ৷ সেখানে তাঁকেও বিক্ষোভের মুখে পড়তে হয় ৷ তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন বিশ্ববিদ্যালয়ের কর্মীরা। তারপরে দমকলকে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন পৌঁছয় ৷ যদিও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে ওই ঘর পুড়ে গিয়েছে। ওই ঘরের পাশে একটি ট্রান্সফর্মার আছে। কর্মীদের আশঙ্কা কোনওভাবে আগুনের শিখা সেখানে পৌঁছে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হত। অপরদিকে, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে মোতায়ন রয়েছে পুলিশ বাহিনী। তবে ক্যাম্পাসের ভিতরে নেই কোনও পুলিশ।