মহিলা সাংবাদিককে শ্নীলতাহানির তদন্তে সহযোগিতা করেছি, ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বললেন বাম নেতা তন্ময় ভট্টাচাৰ্য

প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বরানগর থানা থেকে ছেড়ে দেওয়া হল বাম নেতা তন্ময় ভট্টাচাৰ্যকে। রবিবার মহিলা সাংবাদিককে শ্নীলতাহানির অভিযোগে সোমবার প্রবীণ বাম নেতা তন্ময় ভট্টাচার্যকে তলব করে বরানগর থানার পুলিশ। সেইমতো তিনি এসে থানায় উপস্থিত হন। এদিন জিজ্ঞাসাবাদের পর থানা থেকে বেরিয়ে তিনি বলেন, বহু প্রশ্ন করেছে পুলিশ। মেয়েটির অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসা করেছে। তদন্তে আমি পূর্ণ সহযোগিতা করেছি, পরেও করবো। বাম নেতা আরও বলেন, যে মহিলা সাংবাদিক মানসিকভাবে বিধ্বস্ত, তাহলে বেরোনোর সময় তাঁকে হাসিখুশি দেখেছেন কেন, পাশের প্রতিবেশী? এটি সম্পূর্ণ পরিকল্পিত, কুৎসা রটানো ছাড়া আর কিছুই নয়। মহিলা সাংবাদিক ফেইসবুক পোস্ট করার ৩০মিনিটের মধ্যে কী করে কুণাল ঘোষ লাইভটি লালবাজারকে ট্যাগ করে গ্রেফতারের দাবি তুললেন? ইতিমধ্যে এই ঘটনায় তন্ময়কে সিপিএম থেকে সাসপেন্ড করা হয়েছে।