নাগেরবাজারের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার বিদিশার

পল্লবীর পর টলিউডের আরও এক মডেল অভিনেত্রী। নাম বিদিশা দে মজুমদার। থাকতেন দমদমের নাগেরবাজার এলাকার রামগড় কলোনির একটি বাড়িতে । নাগেরবাজারের বাড়ি থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। গলায় ওড়নার ফাঁস। পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন তিনি। মিলেছে সুইসাইড নোট। আরজি কর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। ২১ বছরের বিদিশা থাকতেন বাবা–মায়ের সঙ্গেই। মাস দেড়েক আগে নাগেরবাজারের ওই বাড়ি ভাড়া নেন। স্থানীয়রা এমনটাই জানিয়েছেন। জানা গিয়েছে, ‘ভাঁড় -The Clown’ নামে এক ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এদিন সন্ধেবেলা ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ২১ বছর বয়সি মডেল বিদিশা আত্মহত্যা করেছেন না কি তাঁর মৃ্ত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখছে নাগেরবাজার থানার পুলিশ।

error: Content is protected !!