পঞ্চায়েত বোর্ড গঠনে অশান্তির আশঙ্কা, ভাঙড়ে ফের জারি ১৪৪ ধারা

ভাঙড়ের কাশীপুর থানা এলাকায় ফের জারি হল ১৪৪ ধারা। ভাঙড়ে ১৪৪ ধারা ওঠার ৯ দিন কাটতে না কাটতেই ফের জারি কার্ফু। পঞ্চায়েত বোর্ড গঠনে অশান্তির আশঙ্কায় আবারও ১৪৪ ধারা জারি করা হল ভাঙড়ের কাশীপুর থানা এলাকায়। বারুইপুরের মহকুমাশাসক সুমন পোদ্দার জানান আজ অর্থাৎ ৮ অগাস্ট থেকে ১৩ অগাস্ট পর্যন্ত এই ১৪৪ ধারা জারি থাকবে। আজ সকাল ছটা থেকেই জারি হয় ১৪৪ ধারা। গত ৩১ জুলাই ভাঙড় থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছিল । পঞ্চায়েত মনোনয়ন থেকে অশান্তির জেরে এখানে জারি হয় ১৪৪। আবারও বোর্ড গঠনের আগে অশান্তির আশঙ্কা। আগামীকাল অর্থাৎ বুধবার ভাঙড় ২ ব্লকের সব পঞ্চায়েতে বোর্ড গঠন। যাতে কোথাও কোনও অশান্তি না হয় তার জন্য এই ব্যবস্থা বলে জানা গিয়েছে। অন্যদিকে, আগামী ১২ তারিখ পঞ্চায়েত সমিতির গঠন। যাতে কোথাও কোনও অশান্তি না হয় তার জন্য এই ব্যবস্থা বলে প্রশাসন সূত্রে খবর। সম্প্রতি ISF সমর্থিত জয়ী নির্দল প্রার্থীর তৃণমূলে যোগ দেওয়াকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত পরিবেশ। ভাঙড়ে ISF সমর্থিত নির্দল জয়ী প্রার্থী সাদিকুল মোল্লা নিজে শওকত মোল্লার ও আরাবুল ইসলামের হাত ধরে তৃণমূলে যোগ দেন রবিবার। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে তাঁর জয়ের সার্টিফিকেট কেড়ে নেওয়ার অভিযোগ তুলে ছিলেন এই সাদিকুল মোল্লা। ভাঙড়ের চালতাবেরিয়া অঞ্চলের ISF সমর্থিত এই নির্দল জয়ী প্রার্থী তৃণমূলে যোগ দিতেই শোরগোল। প্রতিক্রিয়ায় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, ‘এতে ISF-এর কোনও ক্ষতি হবে না।’

error: Content is protected !!