ভাটপাড়ায় ফের চলল গুলি, আহত ১

 সন্ধ্যায় ফের শুট আউট ভাটপাড়ায়। এক যুবককে শুট আউট দুষ্কৃতীদের। জানা গিয়েছে, গুলিবিদ্ধ ওই যুবকের নাম বিকাশ বেহরা, বয়স ২৬ বছর। সে কাঁকিনাড়া জুট মিলের শ্রমিক। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভাটপাড়ার ৩৫ নম্বর ওয়ার্ড এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় কিছু দুষ্কৃতী বিকাশকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তাঁর পায়ে গুলি করে বলে অভিযোগ। এই মুহূর্তে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। ঠিক কি কারনে তাকে গুলি করা হলো এখনও তা স্পষ্ট নয়। তবে পরিবারের অভিযোগ, পুরনো কোনও শত্রুতার জেরেই তাঁকে এই খুনের চেষ্টা করা হয়েছে। সমস্ত দিক ঘটিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে ভাটপাড়া থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা যাচ্ছে।

error: Content is protected !!