
আগামীকাল থেকে ১ ঘণ্টা দেরিতে ছাড়বে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
আগামীকাল শুক্রবার থেকে মালদহ-নিউ ফরাক্কা সেকশনে ট্র্যাক মেরামতির কাজ শুরুর জন্য উত্তরবঙ্গগামী অন্যতম ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ১০ দিন এক ঘণ্টা দেরিতে ছাড়বে। সকাল ৬টা ৫০ মিনিটের বদলে এই ১০ দিন সকাল ৭টা ৫০ মিনিটে শিয়ালদহ থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি। ট্রেন দেরিতে ছাড়ার দিনগুলি হল— ৫, ৭, ১০, ১২, ১৪, ১৭, ১৯, ২১, ২৪ এবং ২৬ জানুয়ারি। পাশাপাশি আজ থেকে চারদিন দীঘা-মালদহ টাউন এক্সপ্রেস (১৩৪১৭) যাত্রা পথে আধঘণ্টা দাঁড়িয়ে থাকবে। সংস্কার কাজের জেরেই ট্রেন চলাচলে এই বিঘ্ন ঘটবে। ওই চারদিন হল – ৫, ১২, ১৯ এবং ২৬ জানুয়ারি।