অগ্নিপথ বিক্ষোভে ব্যারাকপুরে ব্যাহত ট্রেন চলাচল, লাঠিচার্জ পুলিশের

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বিক্ষোভ অব্যাহত রাজ্যে। শনিবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে রেল লাইনে সকাল থেকে অবরোধ করেন বিক্ষোভকারীরা। যার ফলে থমকে যায় যায় ট্রেন চলাচল। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। শনিবার সকাল থেকে ব্যারাকপুরে রেল লাইনে সকাল থেকে অবরোধ করেন বিক্ষোভকারীরা। এর ফলে শিয়ালদহ মেন লাইনের আপ ও ডাউন ট্রেন চলাচল ব্যাহত হয়। অফিস টাইমে অবরোধ হওয়ায় দুর্ভোগে পড়েন নিত্যযাত্রী ও অফিসযাত্রীরা। ব্যারাকপুরের ১৪ নং রেল গেটের কাছে লাইনে অবরোধ করেন চাকরি প্রার্থীরা। বিক্ষোভকারীদের দাবি, অগ্নিপথ প্রকল্পকে প্রত্যাহার করে সেনা বাহিনীতে নিয়োগের জন্য আগের যে নিয়ম ছিল তা জারি রাখতে হবে। ট্রেন আটকে যাওয়ার ফলে নিত্যযাত্রীরা নেমে এসে বিক্ষোভকারীদের অবরোধ তুলে নেওয়ার আবেদন জানান। এর ফলে নিত্যযাত্রীদের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা বাধে। ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফের আধিকারিকরা।  আরপিএফের তরফে প্রথমে অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন করা হয় বিক্ষোভকারীদেরকে। কিন্তু বিক্ষোভকারীরা তা না শোনায়, পুলিশ জোর করে আটক করে নিয়ে যায় বেশ কয়েকজনকে। আরপিএফ এর হস্তক্ষেপে অবশেষে অবরোধ উঠে যায়।

error: Content is protected !!