পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন এন রাঙ্গাস্বামী

শুক্রবার চতুর্থ বারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন AINRC প্রধান এন রঙ্গাস্বামী। রাজভবনে ৭১ বছর বয়সী এই জনপ্রিয় রাজনৈতিক নেতাকে শপথবাক্য পাঠ করিয়েছেন পুদুচেরির লেফটেনেন্ট গর্ভনর তামিলিসাই সৌন্দররাজা। আগেই জানা গিয়েছিল, মুখ্যমন্ত্রী হিসাবে এন রাঙ্গাস্বামী একাই শপথ নেওয়ার কথা। আর বাকি মন্ত্রীরা কয়েকদিনের মধ্যে শপথ নেবেন সেখানে।

error: Content is protected !!