ডোকলামে তৈরি হতে পারে অচলাবস্থা, সতর্ক করলেন বায়ুসেনা প্রধান

যুদ্ধের জন্য বায়ুসেনাকে তৈরি থাকার পরামর্শ দিলেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী। বৃহস্পতিবার দিল্লিতে একটি সেমিনারে তিনি ভাষণ দিচ্ছিলেন। সেখানে তিনি বলেন, ‘বর্তমানে ভূ-রাজনৈতিক পরিস্থিতি বলছে, যে কোনও সময় বায়ুসেনাকে দরকার হতে পারে। সেটা হয়তো অল্প কয়েকদিনের জন্য। তাই, সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে বায়ুসেনার এখন থেকেই তৈরি থাকা প্রয়োজন।’পাশাপাশি সীমান্তের দিকেও আরও কড়া নজরদারি প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন এয়ার চিফ মার্শাল। সেই সঙ্গে তিনি এও বলেছেন, যে কোনও সময় ডোকলামে নতুন করে অচলাবস্থা তৈরি হতে পারে। বায়ুসেনা প্রধানের এই সতর্কবার্তা সীমান্তে সম্প্রতি

তৈরি হওয়া অচলাবস্থাকে কেন্দ্র করে। বছরের গোড়ার দিকে ভুটানে দুটি নতুন গ্রাম তৈরি করে চিন। উপগ্রহচিত্রে সেই ছবি ধরাও পড়েছে। ডোকালাম থেকে দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার।চিন আগেও একাধিকবার সীমান্ত পেরিয়ে ভারত ভূখণ্ডে প্রবেশ করেছে। তাদের সেখান থেকে হঠাতে ভারতীয় সেনাবাহিনীর কালঘাম ছুটেছিল। পরবর্তীকে চিন ও ভারতের পদস্থকর্তাদের মধ্যে বৈঠকেও হয়। তাতে অচলাবস্থার নিরসন হলেও যে কোনও সময় পরিস্থিতি অন্যদিকে ঘুরে যেতে পারে আশঙ্কা করে বায়ুসেনাকে আগে থেকে তৈরি হওয়ার পরামর্শ দিলেন এয়ারচিফ মার্শাল।

error: Content is protected !!