গুজরাতের জামনগরের কাছে ভেঙে পড়ল সেনার জাগুয়ার যুদ্ধবিমান

দুর্ঘটনার মুখে ভারতীয় বায়ু সেনার যুদ্ধবিমান। প্রতিরক্ষা বাহিনী সূত্রের খবর, গুজরাটের জামনগরের কাছে ভেঙে পড়েছে ভারতীয় বায়ু সেনার জাগুয়ার যুদ্ধবিমান। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জাগুয়ারের দুর্ঘটনার একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে দাউদাউ করে আগুন জ্বলছে বিমানের একটি অংশে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন। সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত জাগুয়ার যুদ্ধবিমানে ২ জন চালক ছিলেন। তাঁদের মধ্যে এক জন নিজেকে ইজেক্ট করেছেন অর্থাৎ দুর্ঘটনার মুহূর্তে নিজেকে বিমান থেকে বিচ্ছিন্ন করে সরিয়ে নিয়েছেন। অন্য বিমানচালকের খোঁজ চলছে। এনডিটিভি সূত্রের খবর, স্থানীয় পুলিশ সুপার প্রেমসুখ দেলু যুদ্ধবিমান দুর্ঘটনা হওয়ার কথা জানিয়েছেন। দুর্ঘটনার পরেই এলাকায় ভিড় করেন স্থানীয়রা। কেউ ছবি তুলতে থাকেন, কেউই ভিডিয়ো করতে থাকেন। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, পাইলট মাটিতে শুয়ে রয়েছেন, তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন। কী কারণে যুদ্ধবিমানটি দুর্ঘটনাগ্রস্ত হলো, তা এখনও জানা যায়নি।

error: Content is protected !!