
কান্দাহারে এয়ার ইন্ডিয়া বিমান অপহরণকারী জঙ্গির মৃত্যু হল
১৯৯৯ সালে আফগানিস্তানের কান্দাহারে এয়ার ইন্ডিয়ার বিমান অপহরণ কাণ্ডের সঙ্গে যুক্ত থাকা জঙ্গি জাহুর মিস্ত্রি ইব্রাহিম ওরফে জাহিদ আখুন্দ মারা গিয়েছেন ৷ সূত্রের খবর, পাকিস্তানের করাচির আখতার কলোনিতে তার বাড়িতে হামলায় প্রাণ হারিয়েছে এই জঙ্গি। তার মাথায় দু’টি গুলি লেগেছে ৷ জানা গিয়েছে, ১ মার্চ পাকিস্তানের করাচিতে জাহিদ আখুন্দকে অজ্ঞাতপরিচয় কয়েকজন গুলি করে হত্যা করে ৷ এই জইশ-ই-মহম্মদ জঙ্গি নিজের পরিচয় লুকিয়ে করাচিতে থাকছিলেন ৷ বিগত বেশ কয়েক বছর ধরে আইএসআই তাকে আশ্রয় দিয়েছে বলে অভিযোগ ৷