নুসরত জাহানের বিরুদ্ধে ২৪ কোটি টাকার প্রতারণার অভিযোগ, ইডির দ্বারস্থ বিজেপি

সমস্যায় টলিউডে অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানের। বসিরহাটের তারকা সাংসদের বিরুদ্ধে অভিযোগ, ফ্ল্যাট দেওয়ার নামে ২৪ কোটি টাকার আত্মসাৎ করার অভিয়োগ। নুসরতের বিরুদ্ধে ইডির কাছে দ্বারস্থ হন প্রতারিত ব্যক্তিরা। তাঁদের সঙ্গে দেখা যায় বিজেপি নেতা শঙ্কু দেব পান্ডা সহ কয়েকজনকেকে। সোমবার সন্ধ্যা নাগাদ, বেশ কয়েকজন সিনিয়র সিটিজেনকে নিয়ে আচমকা ইডির দ্বারস্থ হন বিজেপি নেতা শঙ্কু দেব পান্ডা। নুসরতের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪ সালে নুসরতের সংস্থা ৪২৯ জনের কাছ থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নেয়। তাঁদের বলা হয়েছিল, রাজারহাট হিডকোর কাছে প্রত্যেককে তিন বছরের মধ্যে  3BHK করে ফ্ল্যাট দেওয়া হবে।কিন্তু ২০২৩ সাল অর্ধেক কেটে যাওয়ার পরেও আজ পর্যন্ত ফ্ল্যাট পাননি কেউই।

error: Content is protected !!