দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে মূক ও বধির যুবতীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত প্রৌঢ়

মূক ও বধির যুবতীকে পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে। বুধবার দুপুরে এই ঘটনা দক্ষিণ ২৪ পরগনার কুলতলির। অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের তরফে জানানো হয়েছে, নির্যাতিতার বয়স প্রায় ৪০। বুধবার দুপুরে বাড়ি থেকে বেরোন তিনি। বেশ কিছুক্ষণ পরে না ফেরায় খুঁজতে শুরু করেন পরিজনরা। তখন কাছেই একটি পরিত্যক্ত বাড়িতে গোঁঙানির শব্দ শুনতে পান তাঁরা। সেখানে গিয়ে তাঁরা দেখেন যুবতীকে ধর্ষণ করছেন এক ৫২ বছর বয়সী এক প্রতিবেশী। ঘটনার কথা চাউর হলে অভিযুক্তকে আটক করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা।   অভিযোগ, তখন স্থানীয় এক নেতা টাকার বিনিময়ে মিটমাট করে নিতে বলেন। সেই প্রস্তাবে রাজি না হয়ে পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। অভিযোগ দায়ের হয় কুলতলি থানায়। এর পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতার বউদি বলেন, ‘আমার ননদ কথা বলতে পারেন না। তাঁকে পাশেই পরিত্যক্ত একটি বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিলেন প্রতিবেশী প্রৌঢ়। এর পর আমার ননদকে ধর্ষণ করেন তিনি। আমরা গোঙানির আওয়াজ শুনে তাঁকে উদ্ধার করেছি। অভিযুক্তের কঠিন শাস্তির দাবি জানাই।’