আম্বানি পরিবারে লক্ষীর আগমন, আকাশ-শ্লোকার কোলে এল কন্যা সন্তান
কন্যা সন্তানের জন্ম দিলেন আম্বানি পুত্রবধূ শ্লোকা মেহতা। বুধবার দ্বিতীয় সন্তানের বাবা হলেন মুকেশ আম্বানির বড় পুত্র আকাশ আম্বানি। বছর দু’য়েক আগে ছেলে পৃথ্বীর জন্ম দেন শ্লোকা। এবার তাঁদের কোল আলো করে এল কন্যা সন্তান। ৩১ মে বুধবার জন্ম লক্ষ্মী ঘরে এল আম্বানি পরিবারের। জানা গিয়েছে, মা ও সন্তান দুজনেই সম্পূর্ণ সুস্থ আছেন।