চিনা ‘গুপ্তচর’ বেলুনকে গুলি করে নামাল আমেরিকা

আমেরিকার আকাশসীমায় আচমকাই চীনা ‘গুপ্তচর’ বেলুনের উপস্থিতিকে কেন্দ্র করে জোর বিতর্ক শুরু হয়। ইতিমধ্যেই সেই বেলুনটিকে গুলি করে নামিয়েছে আমেরিকার প্রশাসন। রাষ্ট্রপতি জো বাইডেনের নির্দেশে এই পদক্ষেপ নিয়েছে প্রশাসন। আটলান্টিক মহাসাগরে পড়েছে ওই বেলুনের ধ্বংসাবশেষ। সেইগুলি উদ্ধারের কাজ চলছে বলে পেন্টাগনের তরফে জানানো হয়েছে। চীনের এই ‘গুপ্তচর’ বেলুনকে নিয়ে আমেরিকার তরফে তীব্র ক্ষোভ প্রকাশ করে। আমেরিকার সামরিক শক্তি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্যই ওই বেলুন পাঠানো হয়েছে? এমনই জল্পনার ডালপালা মেলে। গতকাল,  শনিবার এই ইস্যুতে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

error: Content is protected !!